Type Here to Get Search Results !

পীরগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ কোর্ট বিল্ডিং চত্বরে বৃহস্পতিবার সকাল ১১টায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।
শনিবার পর্যন্ত মেলা চলমান থাকবে এবং বিভিন্ন প্রজাতির গাছপালা নিয়ে মেলায় ২১টি স্টল স্থাপন করা হয়। এ উপলক্ষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, জাপার ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, কৃষকলীগ নেতা আব্দুল জলিল, থানা ছাত্রলীগ সভাপতি তানভীর রহমান মিঠু প্রমুখ। মেলায় নার্সারীর মালিকরা এ বছর প্রচুর পরিমাণ ফলজ, বনজ, ঔষুধি সহ নানা প্রজাতির গাছের চারা বিক্রয় করার উদ্দেশ্যে এনেছেন। ক্রেতাদের ভিরও রয়েছে স্টল গুলোতে।
বিভাগ