Type Here to Get Search Results !

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ (২০২৪) উপলক্ষে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজন করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়ন করেন। মানবদেহে পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্য বহুল আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক আলোচনায় অংশ নেয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান (সোহান) প্রমুখ। ওই সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মাইজুল হক, সেক্রেটারি ইন্সপেক্টর বকুল, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ