ডেস্ক রিপোর্ট: পার্বতীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর শূন্য আসনে ইভিএম পদ্ধতির মাধ্যমে উপনির্বাচন শনিবার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এতে আবুল কালাম ৫১৭ (প্রতীক-ডালিম) ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজবাউল ইসলাম টুকুন সরকার (প্রতীক-টেবিল ল্যাম্প) পেয়েছেন ৪৯৯ ভোট। অপর প্রার্থী মতিয়ার রহমান ১৯৯ পেয়েছেন। ভোট গ্রহন হয়েছে ১২১৫। ভোট চলাকালিন সময়ে কোথাও কোন প্রকার অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার আবু জাফর মোহাম্মদ সায়েম।