Type Here to Get Search Results !

চিলাহাটিতে বিভিন্ন সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপেল বাসুনীয়া, চিলাহাটি ওয়েব : মহান ২১ ফেব্রুয়ারী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চিলাহাটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজ একুশের প্রথম প্রহরে চিলাহাটি সরকারী কলেজ প্রঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ ও ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ন আহব্বায়ক আকরাম হোসেন মুন ।
সকাল ৯ টায় বিভিন্ন সংগঠন চিলাহাটি হাইস্কুল গেট থেকে ডাকবাংলো পর্যন্ত এক বিশাল র‌্যালী বের করে। র‌্যালী শেষে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল এসময় আরো পুস্পস্তবক অর্পণ করেন মুরাদ আলী প্রামানীক, আসাদুজ্জামান ফিলিপ।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচাজ মশিউর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোগডাবুড়ী কমান্ড এর আহব্বায়ক আব্দুল জব্বার কানু, সভাপতি এ.কে.এম শাহাদাৎ হোসেন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা চিলাহাটির সভাপতি মমিনুল ইসলাম লুলু, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, চিলাহাটি গর্লস স্কুল এন্ড কলেজের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আইয়ুব আলী, চিলাহাটি জে.ইউ.ফাজিল (বি.এ) মাদ্রাসার পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ, চিলাহাটি মার্চেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু, ফিউচার প্রি-ক্যাডেট একাডেমির পক্ষে রকিব হোসেন রন ও শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ, সানমুন কিন্ডার গর্টেন এর পক্ষে আজাদুল হক প্রামানীক, সানফ্লাওয়ার স্কুল, চিলাহাটি কিন্ডার গর্টেন, সুর সংগীত বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

Top Post Ad

Hollywood Movies