উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক ও উপজেলা হিজবুল আরাফাতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রংপুর ডক্টরস কমিউনিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। বৃহস্পতিবার বিকেল তার প্রথম নামাজে জানাজা উলিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং রাতে তার গ্রামের বাড়ী নারিকেল বাড়ী কুড়ারপাড়ে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।