Type Here to Get Search Results !

গাইবান্ধায় প্রশ্নপত্র ফাঁস, ২ শিক্ষক আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে ডিভাইস দিয়ে প্রশ্নপত্র ফাঁসের দায়ে দুই শিক্ষককে আটক করা হয়েছে।

আটক শিক্ষকরা হলেন কামারদহ ইউনিয়নের কামার গ্রামের হাফিজুর রহমানের পুত্র শামিম ইসলাম (২১) দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র লিখন মিয়া(২১)। রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুর শিক্ষাবোর্ডের আওতায় গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে ওই অপরাধে তাদের আটক করা হয়। স্থানীয় বিদ্যাকোষ স্কুলে গোপন সংবাদে মোবাইল ফোন ও ডিভাইসসহ দুই শিক্ষককে হাতে-নাতে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া। খোঁজ নিয়ে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার সামনে গড়ে ওঠে  বিদ্যাকোষ স্কুল। দীর্ঘদিন যাবৎ এ স্কুল ভালো ফলাফলের আশ্বাসে অভিভাবদের প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ভালো ফলাফল দেখিয়ে আসছিল। এরই ধরাবাহিকতায় এ বছরেও এই অসাদুপায় অবলম্বন করেন ওই শিক্ষকরা।বিদ্যাকোষ স্কুলের পরিচালক সোহেল রানা বলেন, পরীক্ষার চলাকালীন সময় আমার শিক্ষকরা শিক্ষার্থীদের সহযোগিতা করছিলেন। এ সময় তাদের আটক করে নিয়ে যায় প্রশাসন।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রাসেল মিয়া বলেন, দুই শিক্ষককে আটক করে নিয়মিত মামলার জন্য থানা হাজতে প্রেরণ করা হয়েছে। 

বিভাগ