Type Here to Get Search Results !

পঞ্চগড়ে ভোরের কাগজের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড় প্রতিনিধি : দেশের বহুল প্রচারিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
শুক্রবার দুপুরে ভোরের কাগজ পরিবার পঞ্চগড় জেলার আয়োজনে তেঁতুলিয়ার ডাক বাংলোয় ভোরের কাগজের ৩৩ তম বর্ষ পূর্তি উৎসব পালন করা হয়। এ উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়। পত্রিকার বর্ষপূর্তির উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী। তিনি কেক কেটে উৎসবের সূচনা করেন। এসময় ভোরের কাগজের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী রকি, তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি জাবেদুর রহমান, আটোয়ারী উপজেলা প্রতিনিধি রাব্বু হক প্রধান, বোদা উপজেলা প্রতিনিধি রবিউল হাসান লিটন, ও দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাহারুল আলম জিন্নাহ উপস্থিত ছিলেন।
বিভাগ