ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০.৩০ ঘটিকায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী খানমের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বিরামপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আজমল হোসেন, বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীমা আক্তার সুইটি। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদা বেগম, শাহনাজ পারভীন, রোখছানা পারভীন,জান্নাতুন নাঈম,শরিফা পারভীন, সুলতানা পারভীন, ফারহানা নাছরিন, শাহনাজ পারভীন, দিলরুবা পারভীন, শাহনাজ পারভীন,মেহনাজ তাবাসসুম, নাহিদা বেগমসহ সকল শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকগন।