Home » » পীরগঞ্জে আলুর বাম্পার ফলন— ভালো দাম পেয়ে কৃষক খুশি

পীরগঞ্জে আলুর বাম্পার ফলন— ভালো দাম পেয়ে কৃষক খুশি

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, January 19, 2024 | 1/19/2024 12:18:00 AM

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে আলুর বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন অনেক বেশি হয়েছে। আলুর ভালো দাম পাওয়ার কারণে কৃষকরা বেশ খুশি। বৃহস্পতিবার পর্যন্ত আলু কেনার একাধিক আরতে গিয়ে খোজ নিয়ে জানা যায়, প্রতি কেজি আলু ২৫ টাকা থেকে ২৮ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১০ টাকা হলেও কৃষকরা প্রতি কেজি আলুতে ১৫—১৮ টাকা লাভ করছেন। 
আবহাওয়া অনুকুলে থাকায় এবং কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করার কারণে ২০২৩—২৪ অর্থ বছরে এ উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা সাধারণত লালপাকরী, সাদাপাকরী, ডায়মন্ড, গ্রানুলা, কারেজ, কার্ডিনাল, রোমানা, এলুয়েট, মারকিজ, এনুমী, সানসাইন, টু—স্টার সহ ২৩ জাতের আলু উৎপাদন করেছে। কৃষি অফিস এর তথ্য মতে চলতি মৌসুমে ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে আলু উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধরা হলেও ৪ হাজার ২শ ৮৫ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে। ৬নং পীরগঞ্জ ইউনিয়নের বেগুনগাঁও গ্রামের আলু চাষী দবিরুল ইসলাম জানান, এ বছর আলু উৎপাদন করে সবথেকে বেশি লাভবান হয়েছি। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম জানান আবহাওয়া অনুকুলে থাকায় এবং কৃষকরা উন্নত মানের আলুর বীজ রোপন করায় আলুর বাম্পার ফলন হয়েছে। আমিও আমার কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নানা রকম পরামর্শ দিয়েছি। কৃষকরা আলুর ন্যায্য মূল্য পাওয়ায় আলু উৎপাদনে দিন দিন কৃষকের সংখ্যা বাড়ছে।