Type Here to Get Search Results !

দেবীগঞ্জে শীতার্ত মানুষের পাশে প্রশিকা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং সিনিয়র পরিচালক শেখ শাহিদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকায় প্রায় ২০০ জন হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দেবীগঞ্জ পৌরসভা মেয়র আবু বক্কর সিদ্দিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রশিকা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূর্ণবাসন কমিটির উপ-পরিচালক নুরুল ইসলাম রেণু, নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন, দেবীগঞ্জ থানা তদন্ত ওসি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ পৌর শাখার সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকা শাখা ব্যবস্থাপক সুধাংশু নাথ রায়।
বিভাগ