Home » » মায়া করোনা

মায়া করোনা

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, January 12, 2024 | 1/12/2024 12:50:00 AM
মায়া করোনা 
>এ আর আলম <
হে নাবিক,
দেখ কলাপাতার বিছানা
আরামে শুয়ে পড়ো
ঘুমিয়ে পড়ো
দুনিয়া নিয়ে অত ভেবোনা।
 এই এখানে,
সকলেই তোমার আপন
এবং কেউ আপন নয়
 ভুলে যাও! 
 মিথ্যে সুখে আর হেসোনা।
দেখোনি কি?
 নির্মম সে অপেক্ষার ক্লান্তি
একেলা বিছানার দুর্গন্ধ
আসবেনা কেউ
অধরার ঘোরে ডুবে থেকোনা।
জেনে নাও
তুমি তোমরা আমরা এখানে
সকলেই স্বার্থপর এবং একা
ভুলে যাবে
এবং কারোর মনেও রবেনা।
 মায়া করোনা
চিরদিন সত্যকেই বিশ্বাস করো
তুমিও ভুলের মায়ায় বিধ্বস্ত
দুঃখ পেওনা
কেউ কখনোই কারোর থাকেনা।