Type Here to Get Search Results !

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জেলার পলাশবাড়ীতে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালনে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহ সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত ,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ