Type Here to Get Search Results !

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরিক্ষায় ৩৫ জন আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল দশটায় গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় তাদের আটক করা হয়। 
তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ গাইবান্ধার ক্যাম্প কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
পরে তাদের কাছ থেকে ২২টি মাস্টার কার্ড, ১৯টি ব্লুটুথ ও ১৬টি মোবাইল এবং ব্যাংক চেক উদ্ধার করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে বলে র্যাব ১৩ জানান।
বিভাগ