শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা, স্বাধীকার এবং স্থানীয় সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় বেসরকারি সংস্থা সিডিএ এর আয়োজন করেন।
উপজেলা ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেওয়া, ভূমিহীনদের ন্যায় দাবী আদায় করার লক্ষ্যে উক্ত সংস্থার জনসংগঠন, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের কর্মকর্তারা প্রশাসনের প্রতি সু—দৃষ্টি কামনা করেন। উক্ত সেমিনারে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, গজেন্দ্রনাথ রায় প্রমুখ।