Home » » পার্বতীপুরে প্রতিবন্ধী ব্যক্তি/পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

পার্বতীপুরে প্রতিবন্ধী ব্যক্তি/পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, December 26, 2023 | 12/26/2023 05:26:00 PM

পার্বতীপুর প্রতিনিধি :-পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর আয়োজনে ও লিলিয়ান ফন্ডস ও সিসিডি এর সহযোগিতায় চাইল্ড ইম্পওয়ারমেন্ট প্রোগ্রাম (সিইপি) প্রতিবন্ধী ব্যক্তি/পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহযোগিতা গতকাল ২৫ ডিসেম্বর/২৩ সোমবার বেলা ১১ টায় সংস্থাটির হলরুমে প্রদান করা হয়। 
বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর নির্বাহী পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির চেয়ারম্যান মাহফিজুল ইসলাম রিপন। এসময় ৫ জন প্রতিবন্ধী ফরহাদ হোসেন, জয় রায়, মরিয়ম, জয়দেব ও আব্দুর রহমান তাদের প্রত্যেককে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার জন্য এককালিন ১০ হাজার টাকা (চেক) করে অনুদান দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালানা করেন সহকারি ফিজিও খেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এসময় সংস্থাটির অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।