ডেস্ক রিপোর্ট :- চিলাহাটি ওয়েব :- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা এড়াতে পার্বতীপুর মডেল থানা কর্তৃক আয়োজিত স্থানীয় জনসাধারণের সহিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় পার্বতীপুরের ঢাকা কোচ ষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম)। এসময় বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম জোন) আব্দুল্লা আল মামুন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর আহসান হাবিব, বেলাইচন্ডি ইউপি চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মাদ রাজা, মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ শাহ, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন ও রেলওয়ের প্রকৌশলী আবু জাফর রাকিব হাসান প্রমুখ।
বক্তারা বলেন আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে যেন কেউ রেলপথে নাশকতা করতে না পারে সেজন্য গ্রাম্য পুলিশ, আনসার বাহিনী,পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনী রাতে পাহারা দিবেন। দিনাজপুর জেলায় মোট ৩৭ টি স্পটে পাহারার ব্যবস্থা করেছেন বলেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম) জানান। নাশকতাকারিদেরকে ধরিয়ে দিতে পারলে তাদেরকে সরকার পুরস্কৃত করবে। পরিশিষে তিনি নাশকতা এড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।