Type Here to Get Search Results !

পীরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ ৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়নের রুপকার শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন মূলক কাজের পাশাপাশি পীরগঞ্জে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ ৯টি উন্নয়ন প্রকল্পের সমাপ্ত কাজ উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী ও তার নিহত পরিবারের বিদেহী আত্মার সুখ-শান্তি কামনায় দোয়া খায়ের করেন। চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রেজওয়ানুল হক বিপ্লব, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়া পাঠে অংশ নেয়।
বিভাগ