Home » » ২২ বছর পর ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপির হাতে নৌকা

২২ বছর পর ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপির হাতে নৌকা

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, November 28, 2023 | 11/28/2023 02:43:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ২২ বছর পর পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা অর্থাৎ ঠাকুরগাঁও—৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ায় অসংখ্য নেতা কমীর্রা আনন্দ উল্লাস করছে। 
রবিবার রাত ৯টায় এবং সোমবার দুপুর পর্যন্ত দুই উপজেলার আনাচে কানাচে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কমীর্, সুভাকাঙ্খি, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ অসংখ্য মানুষ কে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
পাশাপাশি মিষ্টি বিতরণ করছে অনেকেই। ঠাকুরগাঁও—৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে উৎকৃষ্ট ও গ্রহণযোগ্য প্রার্থী সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীক দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা উন্নয়নের রুপকার ও জাদুকর শেখ হাসিনার কে পীরগঞ্জ ও রাণীশংকৈল বাসী কৃতজ্ঞতা জানিয়েছেন।
তাকে নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে দুই উপজেলার অসংখ্য নেতাকমীর্ ও ভোটাররা প্রস্তুতি নিচ্ছেন।