শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার পীরগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। উপজেল প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ এর আয়োজন করেন। সকাল সাড়ে ১০ টায় যুব র্যালী প্রদর্শন, যুব ঋণের চেক ও প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা সহ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজিরের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, সহকারি কমিশনার ভূমি মোঃ আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মির্জা মনোয়ার হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল সহ অন্যান্যরা।