Tuesday, November 21, 2023

লেপ তৈরি

শীতের শুরুতে লেপ তৈরি করতে ব্যস্ত কারিগররা। গার্মেন্টসের জুট তুলা দিয়ে লেপ তৈরি করা হয় একদিনে পাচ থেকে ছয়টা লেপ তৈরি করা যায়। প্রতিটি লেপ আকার ভেদে ১২০০ থেকে ১৬০০ টাকা বিক্রি হয়। ছবিটি খুলনার শিরোমনি এলাকা থেকে তোলা।

শেয়ার করুন