Home » » পলাশবাড়ীতে পুজা উপলক্ষে এখনো জমে ওঠেনি কেনাকাটা

পলাশবাড়ীতে পুজা উপলক্ষে এখনো জমে ওঠেনি কেনাকাটা

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, October 17, 2023 | 10/17/2023 05:04:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : আর মাত্র ২ দিন পরেই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।কেনা-কাটায় বেশি দামের অভিযোগ মার্কেটে যাওয়া ক্রেতাদের। আর ক্রেতা সমাগম কম থাকায় ক্ষতির আশঙ্কা বিক্রেতাদের। পূজার আনন্দে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের সাথে শামিল হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত কেনা-কাটায় হিমশিম খেতে হচ্ছে উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের নিম্ন আয়ের মানুষেরা ।
পলাশবাড়ীর গুরুত্বপূর্ণ বেশ কয়টি মার্কেট হাই স্কুল মার্কেট, চৌধুরী মার্কেট, হারুন সুপার মার্কেটে এবারের চিত্র ভিন্ন। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় সোমবার সন্ধ্যায় মার্কেটগুলোতে তেমন ক্রেতার চাপ নেই বললেই চলে।
দু একজন ক্রেতাদের সাথে কথা বলে জানাযায়, এবারের পূজার কেনাকাটায় আগ্রহ থাকলেও বেশি মূল্য গুনতে হচ্ছে তাদের।আর বিক্রেতারা বলছেন, অন্যান্যবারের মতো ভিড় নেই মার্কেটে। তাই পূজা কেনাকাটায় মন্দার কথা ভেবে আনন্দ উৎসব থেকে বঞ্চিত,র চিন্তায় ভুগছেন তারা।