দিনে গরম থাকলেও ভোরে ও সন্ধ্যায় হালকা কুয়াশা পড়ছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা চিলাহাটিতে ভোরে ও রাতে হালকা শীতও অনুভূত হচ্ছে।
ফসলের ক্ষেতসহ ঘাসে শিশির এঁকে দিচ্ছে শীতের চিহ্ন।
প্রকৃতিও শান্ত-নীরব থাকছে। শীতের আগমনে নদী-নালা ও খালবিলে কমতে শুরু করেছে পানি। মিষ্টি রোদ আর সবুজ ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশিরকণা দিচ্ছে শীতের আগমনি বার্তা।
আগাম শীতের বার্তা দিচ্ছে প্রকৃতি। গরিব ও অভাবী মানুষ পুরোনো কাঁথা ও লেপ-তোশক নতুন করে সেলাই করে শীতের প্রস্ততি নিচ্ছেন। রাতে সব বয়সী মানুষের শরীরে কাঁথা ও হালকা কম্বল জড়াতে হচ্ছে।
শীতের সঙ্গে সঙ্গে আগাম সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রান্তিক চাষিরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লালশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির আগাম চাষাবাদ করেছেন তারা।
এ বছর আগাম শীত এসে যাওয়ায় অনেকের আশঙ্কা, পুরো শীত মৌসুমে এর তীব্রতা বেড়ে যাবে।
লেখক :