শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : জনগণের মোটর সাইকেল চুরি পাশাপাশি থানা পুলিশের মোটর সাইকেল চুরি ঘটনা ঘটেছে।
পীরগঞ্জ থানায় ইদানিং চুরি ছিন্নতাই বেড়েছে। পৌরসভার রঘুনাথপুর মুন্সিপাড়া গোলাম রব্বানী এর মেয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আছেন পীরগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল।
শুক্রবার রাত ৮ টায় বাড়ির নিচ তলা ও জন বহুল এলাকা থেকে তার দামী মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। এখনো পর্যন্ত থানা পুলিশ মোটর সাইকেল চোরকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি।