Type Here to Get Search Results !

পার্বতীপুরে শেখ রাসেল জন্মদিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পার্বতীপুর বিশেষ প্রতিনিধি : “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) শেখ রাসেল দিবস/২০২৩ জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা, উন্নতমানের খাবার শিশুদের মাঝে বিতরণ করা হয়।
আজ বুধবার (১৮ অক্টোবর ২০২৩) বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর আয়োজনে সংস্থাটির এফপিও মমতাজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্মথপুর ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সভাপতি ওয়াদুদ শাহ্ । আলোচনাসভা শেষে প্রধান অতিথি কেট কেটে দিবসটি উদ্যাপন করেন। এসময়ে সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ ছাড়াও ৬০ শিশু উপস্থিত ছিলেন। অনুষ্ঠঅনটি সঞ্চালন করেন ফিজিও থেরাপিস্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
বিভাগ