আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে ঐতিহ্যবাহী মাচাং ঘর। বাঁশ, কাঠ, টিন ও ছন দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি মাচাং ঘর এক সময়ের ঐতিহ্যবাহী ঘর।
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে ঐতিহ্যবাহী মাচাং ঘর। বাঁশ কাঠ ও ছন দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি এক ধরনের ঘরকে বলা হয় মাচাং ঘর।
ভূমি থেকে উচুঁ খুঁটির উপর নির্মিত এ মাচাং ঘরে পোকা মাকড় ও বন্যপ্রাণীর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। শুধু তাই নয় বিশ্রাম নেয়া, ধান রাখা থেকে শুরু করে গৃহস্থালির নানা কাজে ব্যবহৃত হয় মাচাং ঘর। আধুনিকতার ছোঁয়ায় মাচাং ঘর প্রায় বিলুপ্তির পথে।