Home » » পীরগঞ্জে গণিত ও জীববিজ্ঞান উৎসব

পীরগঞ্জে গণিত ও জীববিজ্ঞান উৎসব

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, October 7, 2023 | 10/07/2023 07:00:00 PM

 
শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও মহল্লায় একটি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণিত ও জীববিজ্ঞান উৎসব শনিবার অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াড বাস্তবায়ন কমিটি এর সহযোগীতা করেন এবং আল হাসানাহ্ স্কুল সায়েন্স ক্লাব এর আয়োজন করেন। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এর উদ্বোধন করেন।
পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান গণিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষকরা প্রতিযোগীতায় অংশ নেয়। ওই দিন দুপুর ২টায় দিনাজপুর জেলার হাজী দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে আগত টিম ৪টি গ্রুপে অংশ নেওয়া শিক্ষকদের খাতা মূল্যায়ন করে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, আল হাসানাহ্ স্কুল কমিটির পরিচালক ইত্তাশাম উল হক মীম, প্রধান শিক্ষক রাসেদুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।