Home » » দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, September 22, 2023 | 9/22/2023 06:48:00 PM

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : দৈনিক আজকের দর্পণের ৯ম বর্ষপূতি ও ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে ষ আজ শুক্রবার নীলফামারী মিডিয়া হাউজে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা প্রতিনিধি জুয়েল বসুনীয়ার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ নীলফামারী স্টাফ রিপোর্টার তাহমিদ হক ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মাহমুদুল মীর আস্তাক, কালের কন্ঠ নীলফামারী প্রতিনিধি ভুবন নিখিল রায়, খোলা কাগজ নীলফামারী প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি সিদ্দিক কাজল, দৈনিক আজকালের খবর চিলাহাটি প্রতিনিধি আপেল বসুনীয়া, দেশের পত্র চিলাহাটি প্রতিনিধি রবিউল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক মানিক হোসেন, শাহজাহান আলী প্রমুখ্য।