Home » » পীরগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

পীরগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, September 18, 2023 | 9/18/2023 12:32:00 AM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। 
জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। মেলা উপলক্ষ্যে পৌর শহরের বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানায়। আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, ১১নং বৈরচুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টেলিনা জাহান সরকার হিমু প্রমুখ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষক সহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।