Home » » বিরামপুরে যমুনা নদীতে মৎস কর্মকর্তার অভিযান

বিরামপুরে যমুনা নদীতে মৎস কর্মকর্তার অভিযান

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, September 20, 2023 | 9/20/2023 09:36:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ছোট যমুনা নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নিষিদ্ধ জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৬.৩০ ঘটিকায় বিরামপুর উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে বিরামপুরের ছোট যমুনা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন।এসময় অভিযানে সার্বিক সহযোগিতা প্ৰদান করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ।অভিযানে ৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যা প্রায় ১৫০ মিটার।
পরে জব্দকৃত জাল ছোট যমুনা নদীর পাড়ে ঘাটপাড় ব্রীজের নিচে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন জানান,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।বিরামপুর উপজেলার আশুরার বিল, আমরুল বিল,পাঠনচরা জলাশয় সহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৭৫ টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়,যার মধ্যে চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল, মশারী জালো রয়েছে।এ জালগুলো দিয়ে মা ও পোনা মাছ,কুঁচিয়া, কাঁকড়া ,সাপ, ব্যাংঙ সহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে এর ফলে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে।নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা ও উপজেলার হাট-বাজারগুলোতে নিষিদ্ধ জাল বিক্রয় বন্ধ করার লক্ষ্যে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন