Tuesday, August 8, 2023

খানসামায় নানা আয়োজনে বঙ্গমাতা'র ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন, ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে শিক্ষা উপকরণ ও ট্যাব বিতরণ বিতরণ করা হয়েছে। 
 মঙ্গলবার (৮আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দিবসটি উদযাপিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারীর সঞ্চালনায় ও ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, এসিল্যান্ড মারুফ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন