Home » » পিতারা রেখে যাওয়া স্বপ্ন পুরণে দারুস সালাম জামে মসজিদের ছাদ ঢালায়ের উদ্বোধন

পিতারা রেখে যাওয়া স্বপ্ন পুরণে দারুস সালাম জামে মসজিদের ছাদ ঢালায়ের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, August 16, 2023 | 8/16/2023 12:38:00 AM

আফজাল হোসেন, ফুলবাড়ী থেকে,চিলাহাটি ওয়েব: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তরে ডাঙ্গা (দোলাবাড়ী)তে দারুস সালাম জামে মসজিদের ছাদ ঢালাই গত শনিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করেন ফুলবাড়ীর বিশিষ্ট্য সমাজ সেবক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মহসীন আলী সরকার। অবশেষে পিতার রেখে যাওয়া স্বপ্ন পুরণের পথে একধাপ এগিয়ে। 
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও সমাজ সেবক মোঃ মুর্তুজা সরকার মানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এ.এস.এম মুসার সুযোগ্য সন্তান আলহাজ্ব মোহাম্মাদ উল্লাহ্ ও মরহুম আলহাজ্ব এ.এস.এম মুসার জামাতা ছাদেকুল ইসলাম, গোলাম রব্বানী, নাহিজ্জামান (সুজন)। এ সময় আরও উপস্থিত ছিলেন, আব্দুস সাত্তার মন্ডল, আলহাজ্ব আলেফ উদ্দীন সহ মসজিদ কমিটির সকল সদস্য বৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শুকরিয়া আদায়ে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এ.এস.এম মুসার সুযোগ্য সন্তান আলহাজ্ব মোহাম্মাদ উল্লাহ্ বশেষ মুনাজাত করেন।