Type Here to Get Search Results !

কৃষি ক্যাডার হলেন ডিমলার সুনন্দা

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ ৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে কৃষি ক্যাডার হলেন ডিমলার সুনন্দা। সুনন্দার শিক্ষা জীবন শুরু ডিমলা উপজেলার ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ওই বিদ্যালয় হতে ৫ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, মাধ্যমিকে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয় হতে ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, একই বিদ্যালয় হতে এসএসসিতে এ প্লাস, উচ্চ মাধ্যমিকে রংপুর সরকারী কলেজ হতে এইচএসসিতে এ প্লাস ও শেরেবাংলা কৃষি বিশ্ব বিদ্যালয় হতে অনার্স শেষ করে বর্তমানে ওই বিশ্ব কিদ্যালয়ে কীটত্বর বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত সুনন্দা।
এ ছাড়াও ২০০৬ সালে জাতয়ি শাপলা কাব এওয়ার্ড এবং ২০২১ সালে উচ্চ শিক্ষায় গবেষনার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় হতে বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ মনোনিত হন সুনন্দা। সুনন্দা ডিমলা উপজেলা সদরের(রাজবাড়ী)এলাকার নরেন্দ্র কুটি পরিবারের সদস্য। তার পিতা সুহাস চন্দ্র রায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন ২০০৮ সালে তিনি মৃত্যু বরন করেন। মাতা ছন্দা রানী বিশ্বাস প্রাথমিক দ্যিালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক। চার বোনের মধ্যে সুনন্দা ৩য়। পিতার মৃত্যুর পর হতে মাতা ছন্দা রানী সংসারের হাল ধরেন। সেই থেকে পিতার অভাব বুঝতে না দিয়ে সন্তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন ছিল তার। সুনন্দার কৃষি ক্যাডারের চুড়ান্ত সুপারিশের খবরে মাতা ছন্দা রানী আকাশ সমান খুশি হয়ে বলেন, ঈশ্বর আমার মনোবাসনা পুর্ন করেছে। আমি তার পিতার স্বপ্ন পূরন করতে পেরে মহাখুশি, আপনারা সকলেই আমার কন্যার জন্য আশিবার্দ করবেন। এ বিষয়ে সুনন্দা বলেন, আমি শৈশবকাল হতেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি, তাদের স্বপ্ন ও আমার জন্মস্থানের মান অক্ষুন্ন রাখতে পেরে আমি আজ গর্বিত। আপনারা সকলেই আমার জন্য দোয়া ও আশিবিার্দ করবেন। আমি যেন আমার উপড় অর্পিত দায়িত্ব ন্যায় পড়ায়নের সাথে পালন করতে পারি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies