Type Here to Get Search Results !

চিলাহাটিতে বৃষ্টির অভাবে মাঠের পর মাঠ ফেটে চৌচির

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : আমন ধান রোপণের ভরা মৌসুম আষাঢ় মাস শেষ হয়ে এলেও নীলফামারী জেলার চিলাহাটিতে বৃষ্টির দেখা নেই, যদিও বা গত ২/১ দিনে দুই এক ফোটা বৃষ্টি পড়েছিল তা কোন কাজে আসেনি। বৃষ্টির অভাবে মাঠের পর মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। ফলে ধান রোপণ করতে পারছেন না কৃষক। একইভাবে বৃষ্টির অভাবে রোপণ করা ধানের চারাগুলো মরে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। এদিকে সেচযন্ত্র চালুর মাধ্যমে জমিতে পানি নিয়ে ধান রোপণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
চিলাহাটির চান্দখানা গ্রামের কৃষক বাবুল হোসেন চিলাহাটি ওয়েবকে জানান- আমন ধান রোপণ করা হয় সম্পূর্ণ বৃষ্টির পানি দিয়ে। কিন্তু বেশ কিছুদিন চিলাহাটিতে বৃষ্টি হচ্ছে না। যে কারণে মাঠের জমিতে কোনো পানি নেই। সময় চলে যাচ্ছে কিন্তু আমরা পানির অভাবে ধান রোপণ করতে পারছি না।
এছাড়া পানির অভাবে বীজতলা শুকিয়ে মরে যাচ্ছে। এতে আমরা খুব বিপদের মধ্যে পড়ে গেছি। এখন আমরা কী করব, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। সেচ পাম চালু করে অনেকে জমিতে ধান রোপন করছে। অনেকের ধান লাগানো হলেও পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেছে। অনেকেই ধান লাগিয়ে হতাশায় ভুগছেন পানির অভাবে।

Top Post Ad

Hollywood Movies