Sunday, July 30, 2023

পীরগঞ্জে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ পুরাতন সভা কক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে পালিত কর্মসূচী গুলো এবার সফল হয়েছে বলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম জানান। রবিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র মৎস্য অফিসার খালিদ মোশারফ, সমবায় কর্মকর্তা আহম্মদ হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া মৎস্য চাষী, মৎস্য জীবি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদ কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন