শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সরকারি গাছ চুরি করায় ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। ওই ইউনিয়নের মল্লিকপুর সরকারি কমিউনিটি ক্লিনিকের জায়গা থেকে মঙ্গলবার ভোর ৫ টায় একদল দূষ্কৃতিকারী ৪টি সরকারি গাছ চুরি করার উদ্দেশ্যে কেটে পাওয়ার টিলার যোগে নিয়ে যাওয়ার সময় ওই কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোছাঃ শামিমা আক্তার তার স্বামী মোক্তার হোসেন সহ স্থানীয় লোকজন ক্লিনিকে গিয়ে ঘটনার সত্যতা পায়। স্থানীয় লোকজনের টের পেয়ে দূষ্কৃতিকারীরা পাওয়ার টিলার থেকে কাটা গাছ গুলি মাটিতে ফেলে দেয়। মোক্তার হোসেন, মঞ্জুয়ারা বেগম, মেহেদি হাসান মেনন চোরদের আটক করার চেষ্টা করলে, তারা চোরদের দ্বারা শারিরীক ভাবে আহত হয় এবং ওইদিন পীরগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ ব্যাপারে শামিমা আক্তার একই গ্রামের আব্দুস সামাদ (৫৮), মশিউর রহমান (৩০), সাদেকুল ইসলাম (৩৫) এবং ভাকুড়া গ্রামের মোঃ রাসেল (২২), মোঃ লিমন (২৩) ও ৪ জন অজ্ঞাতনামা আসামী সহ মোট ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।