Header Ads Widget

চিলাহাটিতে গাঁজা ও হিরোইনসহ এক যুবক আটক

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে গাঁজা ও হিরোইনসহ এক যুবকে আটক করেছে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ।
গতকাল শনিবার দুপুরে চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রহিম (২৮)। আটকের সময় তার কাছ থেকে ৩ পুরা হিরোইন ও ১৫ পুরা গাঁজা উদ্ধার করা হয়।
সৈয়দপুর জিআরপি থানার এএসআই নূর মোহাম্মদ চিলাহাটি ওয়েবকে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্সসহ আমি তাকে চিলাহাটি স্টেশন থেকে আটক করি। আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।