Home » » কাহারোলে চেয়ারম্যান,সদস্য,সচিবগণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

কাহারোলে চেয়ারম্যান,সদস্য,সচিবগণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 8, 2023 | 6/08/2023 11:40:00 PM

আমিনুল ইসলাম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে কাহারোলে উপজেলার ৬টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য (সাধারণ ও সংরক্ষিত) ও সচিবগনের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত ৩দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্স  বৃহস্পতিবার শেষ হয়েছে। 
প্রশিক্ষন কার্যক্রমের সমাপনি দিনে প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদরে মধ্যে সনদ প্রত্র বিতরন করা হয়। কাহারোল উপজেলা নিবার্হী অফিসার নাইম হাসান খান, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার সনদ পত্র বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।