Thursday, May 18, 2023

পীরগঞ্জে গৃহবধুকে নির্যাতন : ধর্ষনের চেষ্টা ব্যর্থ


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নের একতিয়ারপুর (খালপাড়া) গ্রামে গৃহবধু নির্যাতনে শিকার হয়েছে। ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে ১৭/০৫/২০২৩ ইং তারিখ রাত আড়াই টায় তাকে ৬ ব্যক্তি শারিরীক নির্যাতন করেছে বলে ওই গৃহবধ মোছাঃ লাভলী পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
জানা গেছে ওই গ্রামের মোঃ জনি এর স্ত্রী মোছাঃ লাভলী ও তার স্বামী ওইদিন রাতে স্বামী সহ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। ওই ইউনিয়নের মোঃ খোকা (৫০), জাহাঙ্গীর আলম (৩২), মোঃ সালেউর (৫১), মোঃ জহুরুল ইসলাম (৪০), মোঃ মহুরুল ইসলাম (৩৫) ও আবুল কালাম (৪৫) ওই গৃহবধুর বাড়িতে বেআইনি ভাবে প্রবেশ করিয়া তাকে ধর্ষনের চেষ্টা করে। ব্যর্থ হয়ে উল্লেখিত ব্যক্তিরা ওই গৃহবধুকে শারিরীক ভাবে নির্যাতন করার সময় মহিলার ডাক চিৎকারে তার স্বামী সহ এলাকাবাসী এসে খোকা ও জাহাঙ্গীরকে আটক করে।
অন্যান্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এই ব্যাপারে মোছাঃ লাভলী ৬ জনকে আসামীকে করে পীরগঞ্জ থানায় এজাহার দারের করেন। এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন