Home » , » চিলাহাটিতে নানার বাড়িতে তরুণীর আত্মহত্যা

চিলাহাটিতে নানার বাড়িতে তরুণীর আত্মহত্যা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 7, 2023 | 5/07/2023 04:04:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে তরুণী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। 
ঘটনার বিবরণে জানা যায়- চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর কেতকীবাড়ী গ্রামের লতিবুল ইসলামের মেয়ে কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিক্তা আক্তার (১৩) দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী গোমনাতি ইউনিয়নের আমবাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে দুই সন্তানের জনক (নাম অজ্ঞাত) এর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছে। বেশ কয়েকবার ওই ছেলের সঙ্গে মেয়ে পালিয়েও যায়। 
পরবর্তীতে গত ২ মে তাকে নিয়ে এসে কেতকীবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আদর্শ পাড়ায় তার নানা তহিদুল ইসলাম (বাচ্চা মিস্ত্রি) এর বাড়িতে রাখা হয়। সেখান থেকে সে গতকাল শনিবার রাতে তার নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।