Home » » পদচিহ্নের দাগ

পদচিহ্নের দাগ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 30, 2023 | 5/30/2023 12:39:00 AM

পদচিহ্নের দাগ 
 ॥ শেখ সোহেল রেজা ॥ 

 এখনো তোমার পদচিহ্নের দাগ
লেগে আছে বুকের জমিনে,
একবার এসে দেখে যাও
তুমি সরজমিনে।

 অন্তর ভিটায় তুমি কতো
করিতে বিচরণ,
পদচিহ্নের দাগ থাকবে না আর
হয় যদি মরণ।

 তোমার বদলে যাওয়ায়
আমি হয়েছি হতবাক,
এখনো আমার বুকের জমিনে
লেগে আছে তোমার পদচিহ্নের দাগ।