Type Here to Get Search Results !

মির্জাগঞ্জে খামার দিবস অনুষ্ঠিত

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব :নীলফামারী জেলার ডোমাল উপজেলার মির্জাগঞ্জে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) এর আওতায় ক্লাস্টার ভিত্তিক ভ্যালুচেইন হাব মডেল গ্রামে "পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস" অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মির্জাগঞ্জের জোড়াবাড়ী ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় উক্ত খামার দিবসটি অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) মির্জাগঞ্জ শাখা ব্যবস্থাপক মুকুল হক চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) মির্জাগঞ্জ শাখার সহকারী মৎস্য কর্মকর্তা দিপাংকর রায়। অনুষ্ঠানে প্রায় ৮০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি পেকিন হাঁস পালন, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ-প্রতিরোধ ব্যবস্থাপনা এবং মার্কেট লিংকেজ সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বিভাগ