Home » » পীরগঞ্জে মাদ্রাসার শিশুকে নির্যাতন

পীরগঞ্জে মাদ্রাসার শিশুকে নির্যাতন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, May 13, 2023 | 5/13/2023 08:00:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নে মহিলা মাদ্রাসার শিশু ছাত্রীকে নির্যাতন করায় শিক্ষককে গ্রেফতারের দাবি করেছেন এলাকাবাসী। জানা গেছে, ওই ইউনিয়নের সতুল কোনআন নুরে জান্নাত হাফেজিয়া মহিলা মাদ্রাসার ৯ বছর বয়সী শিক্ষার্থী মুমতারি জাহান তিথিকে তার শিক্ষক আল মামুন পড়া না পারার অজুহাতে তাকে সম্প্রতি শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
শুক্রবার অসুস্থ অবস্থায় ওই শিশুকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। ওই মাদ্রাসার শিক্ষক আল মামুন ইতিপূর্বে আরো কয়েকজন শিশুকে নির্যাতন করেছেন বলে একাধিক ও বিশ^স্ত সূত্রে জানা গেছে। শিশু তিথিকে শারিরীক নির্যাতনের দৃশ্য দেখে তার মা শুক্রবার জ্ঞান হারিয়ে ফেলে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান অভিযোগ পাওয়া গেলে, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।