Home » » সৈয়দপুরে দূরপাল্লার বাস থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সৈয়দপুরে দূরপাল্লার বাস থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 9, 2023 | 5/09/2023 05:36:00 PM


শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কে দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে তাদের ধরতে সক্ষম হয়েছে।
আটক দুইজন হলো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার নিয়াপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃ ওমর আলী (২৪) এবং কুমিল্লা সদর থানার উত্তর দুর্গাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সুজন ওরফে সোহেল (২৫)।
ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান এন্টারপ্রাইজ যাত্রীবাহী দূরপাল্লার বাস তল্লাশি করা হয়। এসময় আটক উভয়ের কাছে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়।
সৈয়দপুর থানায় অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম। দুপুরে আসামীদের নীলফামারী আদালতে প্রেরণ করা হয়েছে।