আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সামাজিক সংগঠন সু-মিতা সংস্কৃতিক পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার চিলাহাটি ডাক বাংলো হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সু-মিতা সংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলম ওহাবুল।
এ সময় উপস্থিত ছিলেন সু-মিতা সংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট নাট্যকার মোস্তাফিজুর রহমান সুজন, হাসানাত জামান টুটুল, রাশেদুল করিম তুষার, জয়নাল আবেদীন, বিষ্ণুপদ কর্মকার,প্রভাত, প্রদীপ, মোবাশ্বেরুজ্জামান বাবু, তারিক আহম্মেদ , এছারুল হক,
হুমায়ুন কবীর, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া,ফেসবুক ভিত্তিক গ্রুপ আমাদের চিলাহাটির সদস্য শরীফ বিল্লা,স্বেচ্ছাসেবী সংগঠন গোসাইগঞ্জ হেল্প লাইনের সদস্য রিয়াদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি উপবর্গ উপস্থিত ছিলেন।