Home » , » সড়ক দুর্ঘটনায় চিলাহাটি প্রশিকার হিসাব রক্ষক নিহত

সড়ক দুর্ঘটনায় চিলাহাটি প্রশিকার হিসাব রক্ষক নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 24, 2023 | 4/24/2023 08:35:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমারে সালমানের চৌপতি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রশিকা চিলাহাটি উন্নয়ন এলাকার এলাকা হিসাব রক্ষক সন্দীপন ঘোষ তমাল আজ সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, তমাল মোটরসাইকেল যোগে জলঢাকা থেকে সে ডোমার অভিমুখে আসছিলেন পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের পিলারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
তার এই অকাল মৃত্যুতে প্রশিকা পরিবার গভীর ভাবে শোকাহত ও মর্মাহত ।