এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ খামারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ইদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, যুগ্ম আহ্বায়ক আবু নাসের সরকার, মাহবুব রহমান সুমন, খামারপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা খলিলুর রহমান, উপজেলা তাঁতীলীগ নেতা মনিরুল, খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক সোহেল চৌধুরী শুভ, ছাত্রনেতা রাজু, শুভ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করেন। তারই নির্দেশে গরীব ও অসহায় মানুষের পাশে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ।