আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারাদেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে অনুষ্ঠিত হলো এস.এস.সি পরীক্ষা।
আজ রবিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৬ জন ছাত্র ও ৩৮৭ জন ছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩০, মানবিক বিভাগে ৪১৩ জন মিলে সর্বমোট ৬৪৩ জন অংশগ্রহণ করে। এর মধ্যে অনুপস্থিত দুইজন।
কেন্দ্র সচিব আনোয়ারুল ইসলাম জানান- কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকালে পরীক্ষার্থী ব্যতীত তাদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারির মধ্যে প্রবেশ নিষেধ করা হয়েছে।
অপরদিকে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১৯ জন ছেলে ও ১১১ জন মেয়ে সর্বমোট ৩৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা দুইজন।
ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম জানান-আমরা আশা করছি প্রতিবারের মতো এবারও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সকল পরীক্ষা সম্পন্ন হবে।