।। তাসনিম জাহান ।।
তুমি তো বলতে
তুমি তো বলতে
আমায় কখনো দুঃখ পেতে দিবে না।
তোমার মনে আছে?
কতশত গল্প করতে
রোজ আমার সাথে।
তারপর,আস্তে আস্তে
তোমার কথা ফুরিয়ে এলো!
চিরচেনা গল্প শোনার অভ্যাসের দাস বানিয়ে,
যখন তুমি হুট করে
গল্প বলা কমিয়ে দিলে,
আবার আমি একা হয়ে যাই!
তারপর তাকিয়ে দেখি,
তুমি পাশে নেই।
তবে কি,তুমিই আমার একাকিত্ব?