শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, সুশিল সমাজ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সুখি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা অঙ্গিকার করেন।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালনের পাশা পাশি রবিবার পাবলিক ক্লাব মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন। বক্তব্য দেন সাবেক এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, কমরেড নুরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা, পীরগঞ্জ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম প্রমুখ।