Sunday, March 12, 2023

পীরগঞ্জে ১৭৬০ পিছ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

শেখ সমশের আলী,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পীরগঞ্জ রঘুনাথপুর মহল্লায় অভিযান চালিয়া এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ওই মাদক কারবারিকে ১৭৬০ পিছ ইয়াবা ট্যবলেট সহ আটক করে পীরগঞ্জ থানায় সোর্পদ করেন।
জানা গেছে, ওই মহল্লার সামশুল হক এর পুত্র শরিফুল ইসলাম (২৯) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা সহ তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে শনিবার রাতে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত শরিফুল ইসলামকে রবিবার ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন